প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ১০:৩৮ এএম
ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে রাশিয়ান গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে বুধবার। ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ এবং রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। যা ইউক্রেন আর নবায়ন করেনি। এ ঘটনা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর জন্য গুরুতর প্রভাব ফেলবে বলে জানিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।
বুধবার (১ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে নতুন বছরের বার্তায় তিনি এই সতর্ক করেন।
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘ইউক্রেন হয়ে গ্যাস পরিবহণ বন্ধ হওয়ার প্রভাব শুধু রাশিয়ার ওপর নয়, ইইউ-র সকল সদস্য দেশের ওপরও পড়বে।’
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ গ্যাস পরিবহণ বন্ধ করা হয়েছে। জ্বালানিমন্ত্রী হারমান হালুশচেঙ্কো এটিকে একটি ‘ঐতিহাসিক ঘটনা’ বলে অভিহিত করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনবাসীর রক্তের বিনিময়ে রাশিয়াকে বিলিয়ন বিলিয়ন অর্থ উপার্জনের অনুমতি দেবে না। ইউরোপীয় কমিশনকে গ্যাস সরবরাহ লাইন প্রস্তুতির জন্য এক বছর সময় দিয়েছে ইউক্রেন।
এদিকে ইউরোপীয় কমিশন জানিয়েছে, ইউক্রেনের মধ্য দিয়ে ট্রানজিট শেষ হওয়ার পরও মহাদেশের গ্যাস ব্যবস্থা সচল রাখার পর্যাপ্ত ক্ষমতা তারা রাখে। ইউক্রেনের মাধ্যমে গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হলেও রাশিয়া এখনো কৃষ্ণ সাগরজুড়ে তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরির পাশাপাশি তুরস্ক এবং সার্বিয়াতে গ্যাস পাঠাতে পারবে।