• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

তালেবানদের হাতে নিহত ২২ আফগান কমান্ডো

প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৭:৪০ পিএম

তালেবানদের হাতে নিহত ২২ আফগান কমান্ডো

আন্তর্জাতিক ডেস্ক

তালেবানেরা আফগানিস্তানের সামরিক বাহিনীর ২২ কমান্ডোকে গুলি করে হত্যা করেছে। আত্মসমর্পণের সময় নিরস্ত্র অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়। খবরটি জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। গত ১৬ জুন দেশটির তুর্কমেনিস্তান সীমান্তবর্তী ফারিয়াব প্রদেশের দাওলাত আবাদ শহরে এই ঘটনা ঘটে। নিহতদের সবাই আফগানিস্তানের স্পেশাল ফোর্সেস ইউনিটের সদস্য ছিলেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তালেবান যোদ্ধাদের কাছেই তারা আত্মসমর্পণ করছিলেন এবং সে সময় তারা সবাই নিরস্ত্র ছিলেন।

এদিকে নির্মম এই হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সিএনএন। ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই-বাছাইও করেছে তারা। ভিডিওতে দেখা গেছে, সশস্ত্র তালেবান যোদ্ধাদের দিকে ওপরে হাত তুলে আত্মসমর্পণের উদ্দেশ্যে এগিয়ে আসছিলেন দেশটির সরকারি বাহিনীর কমন্ডোরা। সময় সরকারি সেনাদের সবাই নিরস্ত্র ছিলেন বলে পরিষ্কারভাবে দেখা গেছে।

এক পর্যায়ে তাদের দিকে গুলিবর্ষণ শুরু করে তালেবান যোদ্ধারা। সময় অনেককে আল্লাহু আকবার (আল্লাহ মহান) বলতে শোনা যায়। পরে একটি মার্কেটের বাইরে নিহত কমান্ডোদের লাশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাওলাত আবাদ শহরের নিয়ন্ত্রণ নিয়ে ঘটনার দিন তালেবানের সঙ্গে বড় ধরনের যুদ্ধ হয় আফগান সরকারি বাহিনীর। তবে তালেবানের সামনে অবস্থা বেগতিক দেখে অস্ত্র রেখে পালানোর চেষ্টা করেন ওই আফগান কমান্ডোরা। কিন্তু তালেবান যোদ্ধারা তাদের ঘিরে ফেলেন। এক পর্যায়ে সরকারি সেনারা আত্মসমর্পণ করতে চাইলেও নিরস্ত্র অবস্থাতেই তাদেরকে গুলি করে হত্যা করা হয়।

এদিকে ঘটনাস্থল থেকে নিহত ওই ২২ আফগান কমান্ডোর লাশ উদ্ধার করা হয়েছিল বলে নিশ্চিত করেছে রেড ক্রস।

শামীম/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ