• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
বললেন ইমরান খান

কেবল আমার হাতে পিএসি চেয়ারম্যানশিপের সিদ্ধান্ত

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ১১:৩৯ পিএম

কেবল আমার হাতে পিএসি চেয়ারম্যানশিপের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জোর দিয়ে বলেছেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানশিপের চূড়ান্ত সিদ্ধান্ত কেবল আমার হাতে। এতে কোনো সরকারি প্রভাব থাকবে না।

সেই সঙ্গে শেখ ওয়াকাস আকরামকে এই পদের জন্য পিটিআই-এর একমাত্র প্রার্থী হিসেবে পুনরায় ঘোষণা করেছেন তিনি।

শনিবার এক বার্তায় তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরান খান এ বিষয়ে দৃঢ় অবস্থান নিয়ে বলেছেন, পিএসি চেয়ারম্যান কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল আমার। এটি শাহবাজ শরিফ বা অন্য কোনো সরকারি কর্মকর্তার নয়। 

এ সময় তিনি বলেন, আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এমনকি চতুর্থ পছন্দও শেখ ওয়াকাস আকরাম। সূত্রগুলো জানিয়েছে, পিএসি চেয়ারম্যানশিপ মনোনয়ন প্রক্রিয়া পরিচালনায় পিটিআই নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ইমরান খান।

তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে, পিএসি চেয়ারম্যানশিপ পিটিআই-কে না দিলে তিনি অন্যান্য স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার কথাও বিবেচনা করতে পারেন।

এই বিষয়টি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর চিফ হুইপ তারিক ফজল চৌধুরীর পক্ষ থেকে পিটিআই-কে চারজনের একটি প্যানেল জমা দেওয়ার জন্য বারবার অনুরোধের পর সামনে এসেছে। 

তবে পিটিআই দৃঢ়ভাবে শেখ ওয়াকাস আকরামকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে অটল।

পিটিআই জানিয়েছে, তারা আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তাদের চূড়ান্ত জবাব দেবে এবং শেখ ওয়াকাস আকরামকে প্রার্থী হিসেবে রাখতে তারা অটল। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ