প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৭:৪৮ পিএম
ভূমধ্যসাগরে রাশিয়ার একটি পণ্যবাহী (কার্গো) জাহাজ ডুবে গেছে। আরসা মেজর নামের জাহাজটির ইঞ্জিনরুমে বিস্ফোরণের পর রাতারাতি ডুবে যায়। এ ঘটনায় জাহাজের দুই ক্রু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিখোঁজ দুই ক্রুকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০০৯ সালে নির্মিত জাহাজটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক নির্মাণ কার্যক্রমের অংশ ওবোরোনলজিস্টিকা একটি কোম্পানির নিয়ন্ত্রণে ছিল। কোম্পানিটি এর আগে জানিয়েছিল, জাহাজটি রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় বন্দর ভ্লাদিভোস্টকের দিকে যাচ্ছিল।
এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাহাজটির ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের পর এটি ডুবে যায়। এতে থাকা ১৬ জন ক্রুর মধ্যে ১৪ জনকে উদ্ধার করে স্পেনে নিয়ে যাওয়া হয়েছে।
এলএসইজি জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, উরসা মেজর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে গত ১১ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল। সর্বশেষ সোমবার রাত ১০টা ৪ মিনিটে (গ্রিনউইচ মান সময়) আলজেরিয়া ও স্পেনের মধ্যবর্তী এলাকায় জাহাজটির সংকেত পাওয়া যায়।
প্রাথমিকভাবে সেন্ট পিটার্সবার্গ থেকে রওনা হওয়ার সময় জাহাজটি রাশিয়ার ভ্লাদিভোস্তক বন্দরে যাওয়ার কথা জানায়। তবে এটি পূর্বে সিরিয়ার টারটুস বন্দরে থামার রেকর্ড রয়েছে।
জাহাজটির পরিচালনা ও মালিকানা নিয়ে কাজ করে ওবোরনলজিস্টিকস-এর একটি সহযোগী প্রতিষ্ঠান এসকে-ইউগ। তবে জাহাজডুবির বিষয়ে প্রতিষ্ঠান দুটি কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
২০ ডিসেম্বর এক বিবৃতিতে ওবোরনলজিস্টিকস জানিয়েছিল, জাহাজটি ভ্লাদিভোস্তক বন্দরে স্থাপনের জন্য বিশেষায়িত বন্দর ক্রেন এবং নতুন আইসব্রেকারের যন্ত্রাংশ পরিবহন করছিল।