• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ১০:৩৯ এএম

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। সোমবার (১৬ ডিসেম্বর) টেলিভিশনে এক বিবৃতিতে এমন দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়ে সারে। খবর আলজাজিরা।

ইয়াহিয়ে সারে দাবি করেন, মধ্যাঞ্চলীয় শহর জাফার সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বলেন, সুনির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত হেনেছে মিসাইল। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ‘ফিলিস্তিন-টু’।

অবশ্য ইয়েমেন থেকে ছোঁড়া মিসাইল ভূপাতিতের দাবি করেছে তেলআবিব। জানায়, ইসরায়েলি সীমান্তে প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। এর আগে সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায় ইসরায়েলের মধ্যাঞ্চলে।

গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ