প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ১২:৪৮ এএম
চীনে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। স্থানীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন মতে, চীনের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর উদ্দেশে এক নির্দেশনায় বলা হয়েছে, দেশের উদ্ভাবনী প্রতিভার চাহিদা মেটাতে এবং শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে স্কুলগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই শিক্ষার মান বাড়ানো জরুরি।
নির্দেশনায় আরও বলা হয়, প্রাথমিকের প্রথম ধাপে শিক্ষার্থীদের এআই প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো উচিত। প্রাথমিকের শেষ ধাপে ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের এআই-সংক্রান্ত বিষয়াদি বোঝা ও তা প্রয়োগ করার দিকে মনোযোগ দেওয়া উচিত। আর উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এআই-কেন্দ্রিক উদ্ভাবনী প্রকল্প তৈরি এবং এর উচ্চতর প্রয়োগের দিকে মনোযোগ দেবে। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বের নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে ২০১৭ সালে একটি পরিকল্পনা পেশ করে চীন। এরপর ২০১৮ সালে দেশের পাঁচ শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজে এআই নিয়ে স্নাতক প্রোগ্রাম চালু করা হয়।
মর্নিং পোস্ট জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রযুক্তি যুদ্ধ এবং চ্যাটজিপিটির মতো এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর জনপ্রিয়তার কারণে সাম্প্রতিক সময়ে চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহ আরও বেড়েছে। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তিনির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এটি কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এখন হয়ে উঠেছে একটি একাডেমিক শিক্ষার ক্ষেত্র, যেখানে পড়ানো হয় কীভাবে কম্পিউটার এবং সফটওয়্যার তৈরি করতে হয় যা বুদ্ধিমত্তা প্রদর্শন করবে।