• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সিরিয়িার বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান ব্লিঙ্কেনের

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ১০:২১ এএম

সিরিয়িার বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান ব্লিঙ্কেনের

আন্তর্জাতিক ডেস্ক

মাকিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন সিরিয়ায় বেসামরিক নাগরিক ও সংখ্যালঘু সমাপ্রদায়ের লোকজনকে সুরক্ষার আহ্বান জানিয়েছেন। বিদ্রোহীরা একের পর এক এলাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর কাছ থেকে দখলে নেয়ার প্রেক্ষিতে ব্লিঙ্কেন শুক্রবার এই আহবান জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে আলাপকালে ‘মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ব্লিঙ্কেন সিরিয়ায় চলমান সংঘের্ষের কারণে বোসামরিক নাগরিকসহ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন। পররাষ্ট্র মন্ত্রী চলমান সংঘাতের রাজনৈতিকভাবে সমাধানের বিষয় নিয়েও আলোচনা করেছেন।’

আর্কাইভ