প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৫:৪৯ পিএম
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খান বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করার কোনো আইনি ভিত্তি নেই।
সম্প্রতি আইসিসি’র ওয়েবসাইটে প্রকাশিত এক ডকুমেন্টে করিম খান দ্য হেগ-ভিত্তিক আদালতের আপিল চেম্বারকে ইসরাইলের আবেদন প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।
তিনি জোর দিয়ে বলেছেন, ইসরাইলের অনুরোধ আইসিসির নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনগত শর্ত পূরণ করেনি।
তিনি আরও উল্লেখ করেন, ইসরাইলের চ্যালেঞ্জ ‘গ্রহণযোগ্যতার’ (admissibility) বিষয় নয়, যা এ ধরনের আপিলের একটি মূল শর্ত। বরং এটি তদন্ত সংক্রান্ত প্রক্রিয়াগত অভিযোগের সঙ্গে জড়িত।
রোম চুক্তির আওতায় প্রক্রিয়ার ব্যাখ্যা
করিম খান এ সময় ব্যাখ্যা করেন যে, আইসিসি এখনও রোম চুক্তির আর্টিকেল ৫৮ অনুযায়ী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ইসরাইল কোনো ‘বিচার বিভাগীয় চ্যালেঞ্জ’ (jurisdictional challenge) উত্থাপন করতে পারে না। তবে শর্ত পূরণ হলে ভবিষ্যতে এটি সম্ভব হতে পারে।
নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে অভিযোগ
গত সপ্তাহে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
প্রসিকিউটর করিম খানের এ বক্তব্য ইঙ্গিত করে যে, ইসরাইলের জন্য এই পরোয়ানা বাতিল করা বা স্থগিত করা কঠিন হবে। এটি ইসরাইল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আইনী ও নৈতিক দ্বন্দ্বকে আরও গভীর করবে। সূত্র: মেহের নিউজ এজেন্সি