• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আইসিসিতে মিয়ানমার জান্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৮:০৮ পিএম

আইসিসিতে মিয়ানমার জান্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

রোহিঙ্গা গণহত্যার প্রমাণ পাওয়ায় মিয়ানমারের সিনিয়র জেনারেল এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান তদন্তকারী করিম এ এ খান।

বাংলাদেশে ৩ দিনের সফর শেষে বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সিনিয়র আইনজীবী ইসা এম্বায়ে ফাল।

এ সময় গণহত্যা পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশ সহযোগিতা চাইলে আইসিসি কারিগরি সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

এদিকে আইসিসির সফরকারী দলের সদস্যরা জানান, মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে আইসিসি।  আদালতে বিষয়টি নিষ্পত্তি হতে ৬-৭ মাস সময় লাগতে পারে। 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ