• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

রাশিয়ার হালনাগাদ পারমাণবিক নীতি যুক্তরাষ্ট্র প্রশাসনের জন্য একটি বার্তা

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ১০:১১ পিএম

রাশিয়ার হালনাগাদ পারমাণবিক নীতি যুক্তরাষ্ট্র প্রশাসনের জন্য একটি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যারা ইউক্রেন সংঘাতকে নজিরবিহীনভাবে উত্তেজিত করছে, রাশিয়ার হালনাগাদ পারমাণবিক নীতির প্রকাশ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রতি একটি বার্তা হিসেবে বিবেচিত হতে পারে।

ভিজিটিআরকের সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে- রাশিয়ার হালনাগাদ পারমাণবিক নীতি যুক্তরাষ্ট্র প্রশাসনের জন্য একটি বার্তা কিনা, এই প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘অবশ্যই, এটা কোনো ঘটনা আকস্মিক নয়; এটি একটি নির্দিষ্ট প্যাটার্নের ফল’।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন নির্দেশ দিয়েছেন, বর্তমান সংঘাতের শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য আমাদের নীতিতে পরিবর্তন আনতে হবে। যা মূলত পশ্চিমা দেশগুলোর দ্বারা প্ররোচিত। তবুও পুতিনকে এই নজিরবিহীন উত্তেজনার প্রতিক্রিয়া জানাতে হচ্ছে, যা প্রধানত বিদায়ী ওয়াশিংটন প্রশাসনের দ্বারা প্ররোচিত’।

পেসকভ বলেন, বিদায়ী মার্কিন প্রশাসন ক্রমাগত বেপরোয়া পদক্ষেপ নিচ্ছে, যা ইউক্রেনীয় সংঘাতকে আরও উত্তপ্ত করছে।

গত ১৯ নভেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘রুশ ফেডারেশনের পারমাণবিক প্রতিরোধের রাষ্ট্রীয় নীতির মূলনীতি’ নামে হালনাগাদ পারমাণবিক নীতি অনুমোদনের ডিক্রিতে স্বাক্ষর করেন।

নতুন নীতির মূল আদর্শ হলো- দেশের সার্বভৌমত্ব রক্ষার চূড়ান্ত মাধ্যম হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার।

রাশিয়া তার এই নীতিতে পারমাণবিক প্রতিরোধের আওতায় থাকা দেশ ও জোটগুলোর সংখ্যা বিস্তৃত করা হয়েছে। যেকোনো অ-পরমাণু দেশের দ্বারা যদি কোনো পারমাণবিক দেশের সহযোগিতা বা সমর্থনে আক্রমণ করা হয়, সেটিকে রাশিয়ার ওপর সম্মিলিত আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। সূত্র: তাস

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ