প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ১১:০৬ পিএম
লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর চারজন মিডিয়া অফিসার নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) রাজধানী বৈরুতে চালানো ইসরাইলি হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। খবর আলজাজিরার।
নিহত ওই চার মিডিয়া অফিসারের নাম উল্লেখ করে বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘মুসা হায়দার, মাহমুদ আল-শারকাউই, হিলাল টারমোস এবং হুসেইন রমাদানের মিডিয়া ফিল্ডে সাহসিকতা ইহুদিবাদী সন্ত্রাসবাদের সত্যতা প্রতিটি বাড়িতে পৌঁছে দিত।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তারা কেনো হুমকি ভয় পায়নি, তাই নেতাদের প্রতি তাদের সমর্থন অবিচল ছিল।’
এদিনই ইসরাইলি হামলায় হিজবুল্লাহর মিডিয়া প্রধান নিহত হয়েছেন বলে দাবি করে লেবাননের দুটি নিরাপত্তা সূত্র। লেবাননের রাজধানী বৈরুতের একটি ঘনবসতিপূর্ণ এলাকার একটি ভবনে হামলা চালালে হিজবুল্লাহর মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হন।
পরে মোহাম্মদ আফিফের নিহতের বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দেয় হিজবুল্লাহ।