• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাশিয়ার বিরুদ্ধে মার্কিন অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি বাইডেনের

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ১১:৩১ এএম

রাশিয়ার বিরুদ্ধে মার্কিন অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার এই অনুমতি দেয়া হয়ে বলে খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

গত তিন বছর ধরে চলা এ যুদ্ধে এর আগে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি জো বাইডেন।

আগামী ২০শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ক্ষমতার শেষ সময়ে এসে এই অনুমতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

মূলত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন। যাতে নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালাতে পারেন।

তবে ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন যে তিনি সবার আগে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবেন। তাই তিনি ২০শে জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনকে দেওয়া এই অনুমতি বাতিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ