• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গাজা ও লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৮৭

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৯:৫৯ এএম

গাজা ও লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৮৭

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও লেবাননে ইসরাইলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় আরও ৮৭ জন নিহত হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজাজুড়ে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় একটি হামলাতেই নিহত হয়েছেন অন্তত ৩৬ জন। আহত হয়েছে অনেকে।

গাজার হাসপাতাল সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হমালায় অন্তত ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। হামলায় এখন পর্যন্ত গাজায় সাড়ে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ১ লাখের বেশি।

এদিকে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। রাজধানী বৈরুতের উত্তরে আলমাত গ্রামে হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। ইসরাইলি হামলায় এদিন ৩৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

অন্যদিকে প্রায় দুই মাস পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজার বিস্ফোরণে অনুমোদন দেয়ার কথা স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (১০ নভেম্বর) ইসরাইলি সরকারের মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে পেজার বিস্ফোরণের আগে ইসরাইলি প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

ইসরাইলের গোয়েন্দা সংস্থার নজরদারি এড়াতে হিজবুল্লাহর যোদ্ধারা নিজেদের মধ্যে জরুরি বার্তা আদান প্রদানের জন্য এই প্রযুক্তি ব্যবহার করে।

গত সেপ্টেম্বরে লেবাননে পেজার বিস্ফোরণে  ৪০ জন ‍নিহত ও ৩ হাজারের বেশি মানুষ আহত হন। ওই ঘটনায় ইসরাইলকে দায়ী করে হিজবুল্লাহ ও ইরান।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ