প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ১০:৪৬ এএম
ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা ষড়যন্ত্রের অভিযোগে এক ইরানি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার রয়টার্সের খবরে এ খবর বলা হয়েছে। তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ৫১ বছর বয়সি ফরহাদ শাকেরি একজন আফগান নাগরিক। ইরান তাকে নিয়োগ করেছিল।
শুক্রবার বিচার বিভাগ অভিযোগ করেছে, ট্রাম্পকে হত্যা করার ‘একটি পরিকল্পনা প্রদান’ করার দায়িত্ব দেওয়া হয়েছিল ফরহাদকে।
এতে আরো বলা হয়েছে, এখনো পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি এবং ধারণা করা হচ্ছে তিনি ইরানে রয়েছেন।
শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটনের আদালতে দায়ের করা একটি ফৌজদারি আদালতে প্রসিকিউটররা অভিযোগ করেছেন, ইরানের বিপ্লবী গার্ডের একজন কর্মকর্তা সেপ্টেম্বরে শাকেরিকে ট্রাম্পের উপর নজরদারি ও হত্যার পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, বিচার বিভাগ এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে, যাকে ইরান সরকার কর্তৃক মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা এবং ষড়যন্ত্রের লক্ষ্যে দায়িত্ব দেওয়া হয়েছিল।
প্রসিকিউটরদের মতে, গত ৭ অক্টোবরের মধ্যে ট্রাম্পকে হত্যার জন্য শাকেরিকে দায়িত্ব দেওয়া হয়। তবে শাকেরি আইন প্রয়োগকারী সংস্থাকে বলেছিলেন যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা করতে চাননি, তাই ইরানের বিপ্লবী গার্ড কর্মকর্তারা পরিকল্পনাটি বাদ দিয়েছিলেন।
শাকেরি বলেন, পরে ইরান সরকার তাকে বলেছিল যে নির্বাচনের পরে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা সহজ হবে, কারণ তারা বিশ্বাস করেছিল ট্রাম্প ভোটে হেরে যাবেন।
প্রসিকিউটররা শাকেরিকে একজন আফগান নাগরিক হিসেবে বর্ণনা করেছেন, যিনি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির অপরাধে ১৪ বছর কারাগারে কাটানোর পর অবশেষে ২০০৮ সালের দিকে তাকে ফেরত পাঠানো হয়।