প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ১১:১২ পিএম
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন উদ্দেশে দেয়া ভাষণে সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। সেই সেঙ্গ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ও নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গত মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ভোট গণনা ও ফল প্রকাশ। নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৯৪টি ইলেক্টোরাল কলেজ। যেখানে জয়ের জন্য প্রয়োজন ২৭০টি।
ট্রাম্পের কাছে পরাজয়ের পর বুধবার (৬ নভ্ম্বের) বিকেলে প্রথমবার জনসম্মুখে বক্তব্য দেন বাইডেনের ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নির্বাচনের ফল মেনে নেন এবং কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
কিন্তু নীরব ছিলেন বাইডেন। অবশেষে নির্বাচনের দুদিন পর বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন বিদায়ী প্রেসিডেন্ট। বলেন, `আমি জানি, এটা কঠিন একটা সময়। আপনারা ব্যাথিত। আমি আপনাদের মনের কথা শুনতে পাচ্ছি।’
তিনি আরও বলেন, `এই পরাজয়ের মানে এই নয় যে আমরা পরাজিত। আমরা এই যুদ্ধে হেরেছি। তবে আমরা ফিরে আসতে পারি।’