• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জয়ের আগে ও পরে ট্রাম্প বলেছেন যুদ্ধ বন্ধ করবেন, কিন্তু ফিলিস্তিনিরা যা ভাবছেন

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৯:১২ এএম

জয়ের আগে ও পরে ট্রাম্প বলেছেন যুদ্ধ বন্ধ করবেন, কিন্তু ফিলিস্তিনিরা যা ভাবছেন

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার জয়ে আতিঙ্কিত হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। বিশেষ করে অবরুদ্ধ গাজার মানুষ বেশি উদ্বেগ প্রকাশ করেছে। খবর রয়টার্সের।

যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিসের বাসিন্দা আবু ওসামা বলেন, ফিলিস্তিনিদের ইতিহাসে ট্রাম্পের জয় নতুন এক বিপর্যয়। আমরা এখন পর্যন্ত (ইসরাইলি হামলায়) যেসব ধ্বংস, মৃত্যু ও মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা দেখেছি, এগুলোর তুলনায় সামনে যা আসছে তা আরও কঠিন হবে। রাজনৈতিকভাবে এটি হবে আরও বিপর্যয়কর।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে অব্যাহত ইসরাইলি হামলায় গাজায় ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। এছাড়াও গাজার প্রায় ৮০ শতাংশ স্থাপনা মাটিতে গুড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী।

আর পুরো এ সময় ধরে ইসরাইলকে সমর্থন ও সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের সাধারণ মানুষের আশঙ্কা, ট্রাম্প ইসরাইলকে আরও বেশি সহায়তা করতে পারেন।

কেননা, ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন জেরুজালেমকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। অথচ সারাবিশ্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দেয়। এছাড়াও ট্রাম্প সিরিয়ার দখলকৃত গোলান মালভূমিকেও ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেন।

এদিকে, নির্বাচনে ট্রাম্প জয় পাওয়ার পরপরই প্রতিক্রিয়া জানায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা ট্রাম্পকে শান্তির জন্য কাজ করতে আহ্বান জানিয়েছে। এছাড়া হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জুহরি ট্রাম্পকে বাইডেনের ভুল থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। ট্রাম্প এরই মধ্যে ২৯৪টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি। এখনো তিনটি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ