প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ১০:১৯ পিএম
দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশ ও সংস্থার নেতারা।
এর মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ জানিয়েছেন যে, দ্বিতীয় মেয়াদে মি. ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত তার সরকার।
একই কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। মি. ট্রাম্পের হাত ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতালির সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশা ব্যক্ত করেছেন তিনি।
ভোটে জেতায় মি. ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। `সমৃদ্ধি ও স্বাধীনতা` প্রশ্নে তার সরকার রিপাবলিকানদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিনন্দন জানিয়েছে বলেছেন যে, `শক্তির মাধ্যমে শান্তি`র প্রতি মি. ট্রাম্পের যে অঙ্গীকার, সেটি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে।
আর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন মি. ট্রাম্পকে "উষ্ণ অভিনন্দন" জানিয়েছেন।