• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

‘এজন্যই তোমাকে ভালোবাসি’, ইলন মাস্কের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৬:০৭ পিএম

‘এজন্যই তোমাকে ভালোবাসি’, ইলন মাস্কের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পকে আগে থেকেই সমর্থন দিয়ে আসছেন মার্কিন ধরকুবের ইলন মাস্ক। জয় উদযাপনের বক্তৃতায় এবার মাস্কের ব্যাপক প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অঘোষিত বিজয়ী ট্রাম্প।

নাম উল্লেখ করেই মাস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প। ইলন মাস্ককে ‘একজন দারুণ লোক’ এবং প্রচারণার সময় তার সঙ্গে কাটানো সময়ের বর্ণনাও দিয়েছেন তিনি। খবর এনডিটিভি’র।

ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমাদের একজন নতুন তারকা আছে, একজন তারকা জন্ম নিয়েছেন; ইলন। তিনি একজন দারুণ লোক। আমরা আজ (মঙ্গলবার) রাতে একসঙ্গে বসেছিলাম। আপনারা জানেন, তিনি (ইলন মাস্ক) ফিলাডেলফিয়ায়, পেনসিলভানিয়ার বিভিন্ন অংশে প্রচারণায় দুই সপ্তাহ কাটিয়েছেন।’ 

স্পেসএক্স-এর সাম্প্রতিক সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন,  এটি কেবল ইলনই করতে পারেন। এজন্যই আমি তোমাকে ভালোবাসি ইলন। 

এদিকে নিজের বিজয় ভাষণে বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন,  আমি যুদ্ধ শুরু নয়, যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি। 

তিনি আরও বলেন, ‘আমাদের কোনো যুদ্ধ ছিল না (নিজের আগে শাসনামলে)। আইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ ছিল না।’ 

২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত শাসনামলে বিলিয়নেয়ার এই ব্যবসায়ী উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে দেখা করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট (ক্ষমতায় থাকা) ছিলেন। সিঙ্গাপুরে ঐতিহাসিক এক সম্মেলনে কিম জং উনের সঙ্গে করমর্দন করেছিলেন তিনি। 

এদিকে এবারের নির্বাচনের ফল আসার পর অনেকেই বলছেন, ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের সহয়তা বন্ধ করে দিতে পারেন ট্রাম্পের। পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই মনে করা হয়। ফলে, ট্রাম্পের জয়ের মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধে এক বড় মোড় দেখা যেতে পারে। 

এছাড়া, গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধে ট্রাম্প কী পদক্ষেপ নেন, সেদিকেও তাকিয়ে আছেন অনেকে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, চাইলে ২৪ ঘণ্টার মধ্যে গাজা যুদ্ধ বন্ধ করতে পারেন তিনি। যদিও নেতানিয়াহুর সঙ্গে সুসম্পর্ক রয়েছে ট্রাম্পের।
 

আর্কাইভ