• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
ট্রাম্প ২৭৭ কমলা ২২৬

ডোনাল্ড ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে পা রাখবেন

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ১২:২৫ পিএম

ডোনাল্ড ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে পা রাখবেন

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে পা রাখবেন তিনি। বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায় ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়। ট্রাম্প ট্রাম্প সেই লক্ষ্য ছড়িয়ে গেছেন। 

 যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে। 

আর সাতটি অঙ্গরাজ্যে— জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত ছিল না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেটস’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে। এরই মধ্যে জর্জিয়া ও নর্থ ক্যারলাইনায় জয় পেয়েছেন ট্রাম্প। 

নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে এই সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে। এরই মধ্যে দুটিতে জিতে গেছেন ট্রাম্প।

ফ্লোরিডার মঞ্চে বিজয় ভাষণ ট্রাম্পের

ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তার প্রচারণা দলের সদস্যরা। ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি “অসাধারণ বিজয়” পেয়েছেন। ট্রাম্প আরও বলেন, এটি হবে আমেরিকার "স্বর্ণযুগ"। এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে,” তিনি তার প্রচারণার স্লোগান যোগ করেন। ট্রাম্প নিজেই তার বিজয় ঘোষণা করেছেন, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাননি তিনি।

ট্রাম্পের ওয়াচ পার্টিতে চলছে বড় ভাষণের প্রস্তুতি

নিউ ইয়র্কে ২০১৬ সালে হিলারি ক্লিনটনের সম্ভাব্য বিজয় পার্টির কথা। সেদিন হঠাৎ যখন সবাই বুঝতে পারে যে গল্পটা তেমন হতে যাচ্ছে না, যেমনটা তারা আশা করেছিল।

হাসি আর নাচ চোখের জলে পরিণত হয়েছিল, হতাশ হয়ে বাড়ি ফিরতে শুরু করেছিল সমর্থকরা।আজ রাতে ফ্লোরিডায় সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছে সাবেক এবং একইসঙ্গে সম্ভাব্য ভবিষ্যত প্রেসিডেন্ট এখানে খুব শিগগিরই এসে ভাষণ দিতে পারেন।ইতোমধ্যেই মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এবং সিক্রেট সার্ভিসও সক্রিয় হয়েছে। তার মোটরকেডও প্রস্তুত আর জানা গেছে যে তিনি বা জেডি ভ্যান্স কিংবা তারা দু‍‍`জনই হয়তো ভবনটিতে উপস্থিত আছে
 

পেনসিলভেনিয়াতেও ট্রাম্পের জয়

গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভেনিয়াতেও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই রাজ্যের ১৯টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে মোট ২৬৫টি ভোট নিশ্চিত করেছেন ট্রাম্প, যা প্রেসিডেন্ট হওয়ার পথে তার জয়কে বেশ এগিয়ে দিয়েছে। বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজ জানিয়েছে, পেনসিলভেনিয়ার নির্বাচনি প্রতিযোগিতা “ট্রাম্পের দিকে ঝুঁকছে”।

এটা কোনও আনুষ্ঠানিক পূর্বাভাস নয়, তবে এই ট্রেন্ড জারি থাকলে তা রিপাবলিকান পার্টির জন্য সুসংবাদের।

উল্লেখ্য, পেনসিলভেনিয়া একটি মূল্যবান সুইং স্টেট। কারণ এখানে ১৯টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে, যা অন্য যে কোনও ব্যাটলগ্রাউন্ডের চেয়ে বেশি।

আর্কাইভ