• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
জনমত জরিপ

ব্যাটলগ্রাউন্ডে এগিয়ে ট্রাম্প, জাতীয় পর্যায়ে কমলা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৭:৩৬ পিএম

ব্যাটলগ্রাউন্ডে এগিয়ে ট্রাম্প, জাতীয় পর্যায়ে কমলা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাতটি সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যকে বলা হয় ব্যাটলগ্রাউন্ড। রাজ্যগুলো হলো- জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, নেভাদা ও অ্যারিজোনা।

বিবিসির প্রতিবেদন বলছে, এই সাতটি অঙ্গরাজ্যের তিনটিতে এই মুহুর্তে জনমত জরিপে এগিয়ে আছেন ট্রাম্প। জর্জিয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনায় এক থেকে তিন পয়েন্টে এগিয়ে আছেন তিনি। পেনসিলভানিয়া ও নেভাদায়ও এগিয়ে ট্রাম্প। তবে সামান্য ব্যবধানে মিশিগান ও উইসকনসিনে এগিয়ে কমলা হ্যারিস।

এদিকে জাতীয় পর্যায়ে পিছিয়ে আছেন ট্রাম্প। ৪৮ শতাংশ জনমত আছে কমলা হ্যারিসের পক্ষে। আর ট্রাম্পের পক্ষে জনতম রয়েছে ৪৭ শতাংশ।

যুক্তরাস্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোট রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে ক্যালিফোর্নিয়ায় (৫৪টি)। আর সবচেয়ে কম রয়েছে নর্থ ডাকোটায় (৩টি)। সাধারণত রাজ্যের জনসংখ্যার অনুপাতে ইলেকটোরাল ভোট থাকে। যে রাজ্যে যত বেশি জনসংখ্যা ওই রাজ্যে তত বেশি ইলেকটোরাল ভোট।

রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ভোট যিনি পান ইলেকটোরাল ভোটগুলো তিনি পান। এভাবে একজন প্রার্থীকে প্রেসিডেন্ট হতে হলে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়।

সুইং স্টেটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে পেনসিলভানিয়ায় ১৯টি। এ ছাড়া জর্জিয়ায় ১৬, নর্থ ক্যারোলাইনায় ১৬, মিশিগানে ১৫, উইসকনসিন ১০, নেভাদা ৬ ও অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল ভোট রয়েছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ