• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি যে হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১০:২৫ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি যে হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে

তেহরানে মার্কিন দূতাবাস দখলের ৪৫তম বার্ষিকীর একদিন আগে শনিবার (২ নভেম্বর) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বলেছেন, ইরানের ভূখণ্ডে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘কঠোর জবাব’ দেয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজা ও লেবানন যুদ্ধের মধ্যে গত এপ্রিল মাস থেকে ইরান ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তেহরানসহ ইরানের কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরাইল। ইরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে।

তেহরানে মার্কিন দূতাবাস দখলের ৪৫তম বার্ষিকীর একদিন আগে শনিবার (২ নভেম্বর) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন খামেনি। এ সময় তিনি বলেন, ‘শত্রু সে জায়নিস্ট ইসরাইলি সরকার হোক আর যুক্তরাষ্ট্র হোক, ইরান, ইরানি জনগণ ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে যা করা হচ্ছে, তার জন্য নিশ্চিতভাবেই দাঁতভাঙা জবাব পাবে।’

খামেনি আরও বলেন, এটা শুধু প্রতিশোধের বিষয় নয়, যুক্তিসংঘত পদক্ষেপ। যা ধর্ম, নীতি, শরীয়া ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত। তবে কবে, কখন কি মাত্রায় এই জবাব দেয়া হবে তা বিস্তারিত উল্লেখ করেননি ৮৫ বছর বয়সি এই নেতা। 

খামেনি আরও বলেন, ‘অহংকারী শক্তিগুলোকে মোকাবিলা করার জন্য ইরানি জাতিকে প্রস্তুত করতে আমরা অবশ্যই প্রয়োজনীয় সবকিছু করব। সেটা সামরিকভাবে হোক, অস্ত্রশস্ত্রের দিক থেকে হোক বা রাজনৈতিকভাবে হোক। আমাদের কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।’

তিনি উল্লেখ করেন, ‘নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইসলামি শিক্ষায় উদ্বুদ্ধ ইরানি জাতির জন্য কর্তব্য। অহংকারের মোকাবিলা করা কর্তব্য। অহংকার মানে হলো- ব্যাপক অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক আধিপত্য এবং জাতিকে অবমাননা করা।’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রুতার কথা উল্লেখ করে খামেনি বলেন, ‍‍`তথ্য বিকৃত করা ঐতিহাসিকরা দাবি করার চেষ্টা করছে যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হয়েছিল ১৯৭৯ সালের ৪ নভেম্বর। এটা মিথ্যা কথা। আমেরিকানরা বিপ্লবের আগে থেকেই ইরানি জাতির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

ইমাম খোমেনি শিক্ষার্থীদের উদ্দেশে এও বলেন, তারা ইসলামকে সেভাবে ভয় পায়, যেভাবে শয়তান পরম করুণাময়, পরম করুণাময় আল্লাহর নামে ভয় পায়।

এর আগে চলতি সপ্তাহে ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন খামেনি। টাইমস অব ইসরাইল বৃহস্পতিবার জানিয়েছে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে অন্য কিছু গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরাইলে হামলা চালাতে পারে ইরান।

আর্কাইভ