• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি

কয়েক দিনের মধ্যে হিজবুল্লাহ ও ইসরাইলের যুদ্ধবিরতির চুক্তি হতে পারে

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ১২:৩৯ পিএম

কয়েক দিনের মধ্যে হিজবুল্লাহ ও ইসরাইলের যুদ্ধবিরতির চুক্তি হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

আগামী কয়েক দিনের মধ্যে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হতে পারে। এমন প্রত্যাশা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।  বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আমোস হোচস্টেইনের সঙ্গে বৈঠকের পর নাজিব মিকাতি এ মন্তব্য করেন।

বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির খসড়া চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করছে। মিকাতি লেবাননের আল জাদেদ টিভি স্টেশনকে বলেছেন, ‘মার্কিন দূত আমাকে পরামর্শ দিয়েছেন যে; আমরা মাসের শেষের দিকে এবং ৫ নভেম্বরের আগে একটি চুক্তিতে পৌঁছাতে পারি’।

মিকাতি বলেন, ‘আমরা যা করতে পারি তার সবকিছুই করছি এবং আমাদের আশাবাদী থাকা উচিত যে আগামী কয়েক ঘণ্টা বা দিনে আমাদের যুদ্ধবিরতি হবে’।

এদিকে ইসরাইলি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, যুদ্ধবিরতির ফাঁস হওয়া প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের তৈরি করা। সেখানে বলা হয়েছে, ৬০ দিনের যুদ্ধবিরতির প্রথম সপ্তাহের মধ্যেই লেবানন থেকে নিজেদের বাহিনী সরিয়ে নেবে ইসরাইল।

ইসরাইল এবং হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আর ইসরাইলের জাতীয় নিরাপত্তার মুখপাত্র শন স্যাভেট বলেছেন, ‘অনেক প্রতিবেদন এবং খসড়া প্রচারিত হয়েছে যা আলোচনার বর্তমান অবস্থাকে প্রতিফলিত করে না’।

ইসরাইল গত সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে এবং এ ছাড়া রাজধানী বৈরুতসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরাইল দাবি করে আসছে, গত বছর গাজা যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহর হামলার ভয়ে পর ৬০ হাজার বাসিন্দাদের সীমান্তের বসতি থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয়।  ওই সব বাসিন্দাদের ঘরে ফেরাতে লেবাননে স্থল হামলা চালানো হচ্ছে।

বুধবার এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেম দখলদার ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি ইঙ্গিত দিয়েছেন।  তবে তিনি এও জানিয়ে দেন, যদি ইসরাইল যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে তারা প্রস্তুত আছেন।

হিজবুল্লাহ প্রায় প্রায় প্রতিদিন ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে।  গত এক বছরেরও বেশি সময় পরে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য ইসরাইলকে চাপ দিচ্ছে। যা লেবানন-ইসরাইল সীমান্তের পরিস্থিতিও শান্ত হবে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ