প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৯:০৩ পিএম
ক্যানসার ধরা পড়েছিল চলতি বছরের শুরুর দিকেই। এরপর প্রথম বিদেশ সফরে অস্ট্রেলিয়া এবং সামোয়াতে যান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেই সফর থেকে দেশে ফেরার পথে চরম গোপনীয়তা রক্ষা করে ভারত ঘুরে গেলেন চার্লস এবং ক্যামিলা।
রীতিমত চুপিসারেই ভারতে এসে সময় কাটিয়ে গেলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি বেঙ্গালুরুতে ৪ দিন ছিলেন চার্লস এবং ক্যামিলা।
তবে তাদের এই সম্পূর্ণ ব্যক্তিগত সফরের বিষয়ে মিডিয়া গুণাক্ষরেও টের পায়নি কিছুই। এই আবহে তাদের ভারত সফরের বিষয়টি জানাজানি হওয়ার অনেক আগেই আবার ব্রিটেনে ফিরে যান তারা।
জানা গেছে, সম্প্রতি অস্ট্রেলিয়া ও সামোয়া সফরে গিয়েছিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী তথা ব্রিটেনের রানি ক্যামিলা। যার মধ্যে অস্ট্রেলিয়ায় রীতিমত তোপের মুখে পড়েন ব্রিটিশ রাজ দম্পতি।
পরে সামোয়া থেকে ব্রিটেন ফেরার পথেই তারা ভারতের বেঙ্গালুরুতে চুপিসারে ৪টি দিন কাটিয়ে যান। তাদের এই সফর ঘিরে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করা হয়েছিল।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে অবস্থিত সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ছিলেন চার্লস এবং ক্যামিলা। এই স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিলেন ড. আইজ্যাক মাথাই নুরানাল।
ড. আইজ্যাক মাথাই হলেন ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম চিকিৎসক। চর্লস এবং ক্যামিলা তার প্রশংসা করেন এখানে এসে।
জানা যায়, শনিবার রাতে ব্রিটিশ রাজার ব্যক্তিগত বিমান অবতরণ করে বেঙ্গারুর হ্যাল বিমানবন্দরে। সেখান থেকে সড়ক পথেই যাবতীয় প্রোটোকল মেনে চার্লস এবং ক্যামিলাকে নিয়ে যাওয়া হয়েছিল সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে।
তবে সেই সময় ট্রাফিক এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল, সাধারণ মানুষ যাতে বুঝতে না পারে যে কোনো ভিভিআইপি যাচ্ছেন সড়ক দিয়ে।
পরে বুধবার খুব ভোরে বেঙ্গালুরু থেকে তাদের বিমান ফের টেকঅফ করে ব্রিটেনের উদ্দেশে।
এর আগে, চলতি বছরই চার্লসের ক্যানসার ধরা পড়েছিল। এরপর এই প্রথম বিদেশ সফরে যান চার্লস। গত ১৮ অক্টোবর তিনি অস্ট্রেলিয়া ও সামোয়া সফরে যান। সিডনিতে অপেরা হাউজে চার্লসকে দেখতে ১০ হাজারের মতো লোক এসেছিলেন।
এদিকে সামোয়াতে কমনওয়েল্থ দেশগুলোর সম্মেলনে যোগ দিয়েছিলেন চার্লস। সেখান থেকে ভারতে ব্যক্তিগত সফরে আসেন চার্লস। সূত্র: হিন্দুস্তান টাইমস