• ঢাকা বুধবার
    ৩০ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
অভিযান পুরোপুরি শেষ হয়নি

ইরানের হামলার হুঁশিয়ারি নিয়ে মুখ খুললেন ইসরাইলি জেনারেল হার্জি হালেভি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৯:৫৬ এএম

ইরানের হামলার হুঁশিয়ারি নিয়ে মুখ খুললেন ইসরাইলি জেনারেল হার্জি হালেভি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের হামলার পর থেকে ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান।

এরমধ্যে ইসরাইলের বিরুদ্ধে আরও আক্রমণ নিয়ে ইরানকে সতর্ক করেছেন মঙ্গলবার দেশটির প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি । গত শনিবার ইরানের মাটিতে বিমান হামলা চালায় ইসরাইল। যা ১ অক্টোবর তেহরানের শুরু করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া।

হার্জি হালেভির মতে, যদি ইরান পুনরায় হামলা করতে উদ্যত হয়, তাহলে ইসরাইল জানে কীভাবে ইরানে আঘাত করতে হয়।

বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইসরাইলের রেমন বিমান ঘাঁটিতে এয়ার ক্রুদের সঙ্গে আলাপচারিতা করেন আইডিএফের এই শীর্ষকর্তা।  

সেখানে তিনি বলেন, ‘ইরান যদি ভুল করে এবং ইসরাইলে আরেকটি ক্ষেপণাস্ত্রের ব্যারেজ চালায়, আমরা আবারও জানতে পারব কীভাবে ইরানে পৌঁছাতে হবে’।

হালেভি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসরাইল ইরানের কাছে  এমন সক্ষমতা নিয়ে পৌঁছাবে, যা আমরা এই সময় ব্যবহারও করিনি। এই সময় আমরা যে সক্ষমতা এবং জায়গাগুলো লক্ষ্যবস্তু করিনি, সেগুলোকেই অত্যন্ত কঠোরভাবে আঘাত করা হবে’।

তিনি বলেন, ‘শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ও অন্যান্য স্থানে আঘাত হানার সময় ইসরাইল গুরুতর আক্রমণ করেনি। তার কারণ, আমাদের আবার সেখানে হামলা করতে হতে পারে। আমরা ইরানে হামলার অভিযান পুরোপুরি শেষ করিনি, ঠিক এর মাঝখানে আছি’।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ