• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফিলিস্তিনে জাতিসংঘের ‍‍`ত্রাণ কার্যক্রম‍‍` নিষিদ্ধ করল ইসরায়েল

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ১১:৪১ এএম

ফিলিস্তিনে জাতিসংঘের ‍‍`ত্রাণ কার্যক্রম‍‍` নিষিদ্ধ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা ইউএনআরডব্লিউএ’র ((UNRWA)) কার্যক্রম নিষিদ্ধ করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। সোমবার পাস হওয়া এই আইনে বিলের পক্ষে ভোট পড়েছে ৯২টি। বিপক্ষে পড়েছে ১০ ভোট। এই বিল পাসের মাধ্যমে গাজাসহ অধিকৃত পূর্ব জেরুজালেমে সংস্থাটির কার্যক্রম কার্যত বন্ধ হতে পারে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা, ইউএনআরডব্লিউএকে নিষিদ্ধ করার একটি আইন পাস হয়েছে। এই বিল পাসের মাধ্যমে গাজাসহ অধিকৃত পূর্ব জেরুজালেমে সংস্থাটির কার্যক্রম বন্ধ হতে পারে।

বিলটি পাসের পর ইসরায়েলি আইনপ্রণেতা ইউলি এডেলস্টেইন দাবি করেন, হামাসের সঙ্গে ইউএনআরডব্লিউএ’র একটি গভীর সংযোগ রয়েছে, যা ইসরায়েল কখনোই মেনে নেবে না। ইসরায়েলি আরেক আইনপ্রণেতা বোজ বিসমুথ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ ইউএনআরডব্লিউএকে যেভাবে দেখে, ইসরায়েলিরা সেভাবে দেখে না।

সংস্থাটির ওপর এমন ইসরায়েলি নিষেধাজ্ঞা গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি।

ফিলিস্তিনি শরণার্থীদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ বিভিন্ন মৌলিক সহায়তা প্রদানের জন্য ১৯৪৯ সালে এই সংস্থাটি গঠন করা হয়। জাতিসংঘের এই সংস্থাটি দীর্ঘ সাত দশক ধরে ফিলিস্তিনি শরণার্থীদের খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের মতো জরুরি সহায়তা দিয়ে আসছে। এই নিষেধাজ্ঞার জন্য গাজায় সংস্থাটির গুরুত্বপূর্ণ কার্যক্রম অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এমনকি এটিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলেও মনে করছেন অনেকে। এছাড়া এই আইন বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্রের নীতিতে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, আমরা ইসরায়েল সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে, এই প্রস্তাবিত আইন নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কারণ এটি গাজার সাধারণ মানুষদের মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংকটের মধ্যে তাদের বিকল্প কেউ হতে পারে না। তাই, আমরা ইসরায়েলি সরকারকে অনুরোধ করছি এই আইন বাস্তবায়ন স্থগিত করতে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ