• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ফিলিস্তিনিরা কখনই গাজা ছাড়বে না: মাহমুদ আব্বাস

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০২:২৫ পিএম

ফিলিস্তিনিরা কখনই গাজা ছাড়বে না: মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক

গাজা ছাড়ার প্রশ্নে ফিলিস্তিনিরা কখনও পিছপা হবে না, ঠিক তেমনিভাবে পশ্চিম তীর থেকেও তারা চলে যাবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ব্রিকস শীর্ষ সম্মেলনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

আব্বাস বলেন, ফিলিস্তিনিরা গাজা ছাড়বে না, ঠিক যেমন তারা পশ্চিম তীরও ছাড়বে না। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নেতানিয়াহু এ প্রচেষ্টা চালাচ্ছেন যে, ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়া হোক, কিন্তু আমরা কখনও এটি করতে দেব না।

তিনি বলেন, মিশর ও জর্ডান এই নীতির বিরুদ্ধে এবং গাজা একটি একক ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। আমরা গাজা যুদ্ধ শেষে এক সঙ্গে কাজ করব, যাতে আমরা একক ফিলিস্তিনি রাষ্ট্রে বাস করতে পারি।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, আমরা শুধু একটি যুদ্ধবিরতি চায়, যা সকলেই মূলত দাবি, ফিলিস্তিনিরা এটি অর্জন করতে সক্ষম হবে এবং মানবিক সাহায্য বাড়াতে পারবে।

তিনি বলেন, ফিলিস্তিন রাশিয়ার শক্তিশালী অবস্থানে খুশি, যা ফিলিস্তিনি ইস্যু এবং আমাদের জনগণের সার্বভৌম অধিকারকে সমর্থন করে।
 

আর্কাইভ