• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
যা ঘটেছে তা অবিশ্বাস্য!

নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা, কী বললেন ট্রাম্প

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৯:০৯ এএম

নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা, কী বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে শনিবার ড্রোন হামলা চালিয়েছে লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলার বিষয়টি স্বীকার করে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ওই সব নেতানিয়াহু এবং তার স্ত্রী বাসভবনে ছিলেন না।  একইসঙ্গে এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

এদিকে রোববার আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ড্রোন হামলার পর নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

ফিলাডেলফিয়ায় এক সমাবেশে বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলার পর তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন।

তিনি বলেন, বিবি (নেতানিয়াহু) আজ আমাকে ফোন করেছিলেন এবং তিনি বলেছিলেন যা ঘটেছে তা অবিশ্বাস্য।

ট্রাম্প দাবি করেন, তবে তিনি (নেতানিয়াহু) বাইডেনের কথা শুনবেন না, কারণ তিনি যদি তা করেন তবে তারা এই অবস্থানে থাকবেন না এবং পরিস্থিতি তার চেয়েও খারাপ হবে।  

ট্রাম্প সম্ভবত ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের কথা উল্লেখ করেছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে এ ঘটনার পর রিপাবলিকান হাউসের স্পিকার মাইক জনসনও বলেছেন যে তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।  

নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় জনসন বলেছেন, এটি অত্যাবশ্যক যে বাইডেন-হ্যারিস প্রশাসন ইসরাইলের কাছে ধীর গতিতে চলার জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ বন্ধ করে রেখেছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ