• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
মেহর নিউজ এজেন্সি

লেবানিজ নাগরিকদের জন্য মানবিক করিডর স্থাপন করবে ইরান

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৯:৪৫ এএম

লেবানিজ নাগরিকদের জন্য মানবিক করিডর স্থাপন করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি আক্রমণে যুদ্ধ-বিধ্বস্ত- আহত লেবানিজ নাগরিকদের জন্য দ্রুত মানবিক করিডর স্থাপন করবে ইরান। আঞ্চলিক উত্তেজনা এবং বায়বীয় হুমকি সত্ত্বেও  লেবাননের রাজধানী বৈরুতে সফরে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ গণমাধ্যমকে এসব কথা বলেন। 

শনিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ এজেন্সি।

বৈরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপে গালিবাফ বলেন, ‘রাজনৈতিক ইস্যুতে আমাদের বন্ধুদের বলা হয়েছে, লেবাননের জনগণ, লেবাননের সরকার এবং প্রতিরোধ যে সিদ্ধান্তই নেবে, ইসলামী প্রজাতন্ত্র ইরান তা সমর্থন করবে’।

তিনি আরো বলেন, ‘আমি এখানে ঘোষণা করতে চাই যে ইসলামি প্রজাতন্ত্র ইরান এই কঠিন পরিস্থিতিতে লেবাননের জনগণ ও সরকার এবং প্রতিরোধের পাশে দাঁড়াবে’।

‘১৪৯তম আইপিইউ অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য বৈরুত থেকে জেনেভা যাবেন ইরানের জাতীয় সংসদের স্পিকার গালিবাফ।  তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের স্পিকারদের সম্মেলনে ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিন এবং লেবাননের জনগণের দুর্দশা তুলে ধরবেন তিনি।  ১৩-১৭ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

গালিবাফ বলেন, ‘এখান থেকে আমি জেনেভা যাচ্ছি অ্যাসেম্বলি অফ স্টেটসের (ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ) স্পিকারদের বৈঠকে অংশ নিতে।  আমি পার্লামেন্টের সব স্পিকারের কাছে লেবানন ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের বার্তা পৌঁছে দেব।’   

এছাড়া ইরানি দূত বলেন, লেবাননের প্রধানমন্ত্রী নাজিম মিকাতির সঙ্গে আলোচনায় যুদ্ধে আক্রান্ত মানুষদের সহায়তায় দ্রুত মানবিক করিডোর স্থাপনের ঘোষণা দেন।

‘মিকাতির সাথে বৈঠকে আমি ঘোষণা করেছি, ইরানের জাতি এবং সরকার যত তাড়াতাড়ি সম্ভব বিমান করিডোরের মাধ্যমে লোকজনকে স্থানান্তর করতে প্রস্তুত।  লেবাননের তত্ত্বাবধানে আহত, বাস্তুচ্যুত এবং যুদ্ধ-বিধ্বস্ত লোকদের সাহায্য করার জন্য আমরা দ্রুত এটি করবো’। 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ