• ঢাকা বুধবার
    ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

লেবাননে ফের বিমান হামলা ইসরাইলের, নিহত ২৩

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৪:১৫ পিএম

লেবাননে ফের বিমান হামলা ইসরাইলের, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক

চলমান উত্তেজনার মধ্যে লেবাননে ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ২৩ জন নিহত ও ৯৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

ইসরাইলের সামরিক অভিযানগুলো দক্ষিণ লেবাননের শহর, গ্রাম, নাবাতিহ, বেকার পূর্ব গভর্নরেট, বালবেক-হারমেল, মাউন্ট লেবানন এবং উত্তর অঞ্চল লক্ষ্য করে চালানো হচ্ছে বলে এক্সে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়। 

যেখানে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইল গতকাল দক্ষিণ লেবাননের শহর ও গ্রামে হামলা চালিয়েছে। এবং দেশের অন্যান্য অংশে হামলা অব্যাহত রয়েছে। যার ফলে ২৩ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছে।’ নিহতের এই সংখ্যায় গতকাল মধ্যরাতের পর বৈরুতের দক্ষিণ শহরতলিতে সাম্প্রতিক বোমা হামলায় হতাহতের পরিসংখ্যান অন্তর্ভুক্ত করা হয়নি। 

এদিকে লেবাননের একটি নিরাপত্তা সূত্র গতকাল শনিবার জানিয়েছে, শুক্রবার থেকে নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনের হদিস পাওয়া যাচ্ছে না। সাফিয়েদ্দিনের অবস্থা নিয়ে হিজবুল্লাহ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

আর্কাইভ