• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইসরায়েলে হামলা চালিয়ে ‘বড় ভুল’ করেছে ইরান, হুমকি নেতানিয়াহুর

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ১২:০৬ পিএম

ইসরায়েলে হামলা চালিয়ে ‘বড় ভুল’ করেছে ইরান, হুমকি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ‘বড় ভুল’ করেছে ইরান বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ‘ইরান আজ রাতে একটি বড় ভুল করেছে এবং এর চরম মাশুল দিতে হবে। ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে তার দেশের দৃঢ়সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না। তবে, তারা (ইরান) বুঝতে পারবে।’

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ