• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় আহমাদুল্লাহ ও আজহারি একই মঞ্চে, মানুষের ঢল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৫:৫১ পিএম

দক্ষিণ কোরিয়ায় আহমাদুল্লাহ ও আজহারি একই মঞ্চে, মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ করেসপনডেন্ট, দক্ষিণ কোরিয়া:

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পার্শ্ববর্তী পুচ্ছন সিটির দেজিন ইউনিভার্সিটি স্টেডিয়ামে একই মঞ্চে দেখা গেছে বাংলাদেশের আলোচিত ইসলামিক স্কলার ও শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারিকে।
কোরিয়া মুসলিম ফেডারেশনের তত্বাবধানে গত ১৫ সেপ্টেম্বর সংউরি মসজিদ এই ইসলামিক কনফারেন্স আয়োজন করে।

শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারির উপস্থিতিতে এই ইসলামিক কনফারেন্স প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

শায়খ আহমাদুল্লাহ তার বক্তব্যে প্রবাসীদেরকে বাংলাদেশ ও মুসলিমদের সুনাম ধরে রাখার জন্য বিশেষভাবে সজাগ থাকার পরামর্শ দেন। প্রবাসে থেকেও কীভাবে নিজের আইডেন্টিটি ধরে রাখা যায় সে বিষয়েও আলোচনা করেন তিনি। এতে উপস্থিত হওয়া অনেকের নানা প্রশ্নের উত্তর দেন শায়খ আহমাদুল্লাহ।

আর ড. মিজানুর রহমান আজহারি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচরণ নিয়ে আলোকপাত করেন এবং সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন।

সংউরি মসজিদের সভাপতি এম জামান সজল এই কনফারেন্সের সভাপতিত্ব করেন। আর সাধারণ সম্পাদক সৈয়দ তমাল ও ইমাম মুফতী মুহাম্মাদ উমর ফারুক সঞ্চালনা করেন।

কনফারেন্সে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাত হাজার প্রবাসী বাংলাদেশি সমবেত হন। স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ছাড়াও প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ এতে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ