• ঢাকা মঙ্গলবার
    ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

সিনোভ্যাকের টিকা নিয়েও ৬০০ চিকিৎসা কর্মী করোনায় আক্রান্ত

প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ০৯:৪৬ পিএম

সিনোভ্যাকের টিকা নিয়েও ৬০০ চিকিৎসা কর্মী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

সিনোভ্যাকের টিকা নিয়ে দিনে দিনে শঙ্কা বাড়ছে। থাইল্যান্ডে সিনোভ্যাকের টিকা নেয়ার পরও ছয় শতাধিক চিকিৎসা কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত পাওয়া পরিসংখ্যানে দেখা গেছে, ছয় লাখ ৭৭ হাজার ৩৪৮ স্বাস্থ্যকর্মী সিনোভ্যাকের দুই ডোজ টিকা পেয়েছেন। এদের মধ্যে ৬১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যেসব স্বাস্থ্যকর্মী ঝুঁকির মুখে রয়েছেন তাদের ইমিউনিটি বাড়ানোর জন্য টিকার তৃতীয় ডোজ দেয়ার পরামর্শ দিয়েছে একটি বিশেষজ্ঞ প্যানেল। তিনি আরও বলেছেন, ‘এটা ভিন্ন টিকা হবে; হয় আস্ট্রাজেনেকা কিংবা মডার্নার হবে। এর মধ্যে যেটা আগে পাবে সেটা দেয়া হবে।

রোববার থাইল্যান্ডে হাজার ৪১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এক দিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি।

শামীম/এম. জামান

আর্কাইভ