প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ০৩:৫৪ পিএম
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের চালানো
আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে
৮ জনের প্রাণহানি ঘটেছে।
সরকারি গাড়িবহর লক্ষ্য করে হামলা চালালে
এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একজন
প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, মোগাদিসুর ব্যস্ত একটি চৌরাস্তায় হামলায়
এই প্রাণহানি ঘটে ।
জঙ্গিগোষ্ঠী
আল-কায়েদার অনুসারী সোমালিয়ার আল-শাবাবের সামরিক
শাখার মুখপাত্র আব্দি আসিস আবু মুসাব
বলেছেন, শনিবারের ওই হামলা তারাই
চালিয়েছেন।
সোমালিয়ায়
ক্ষমতাসীন সরকারকে উৎখাত করে ইসলামি শরিয়াহ
আইন প্রতিষ্ঠা করতে চায় আল-শাবাব। তাদের এই লক্ষ্য অর্জনে
প্রায়ই দেশটির সরকারি বাহিনী ও স্থাপনা লক্ষ্য
করে বোমা হামলা চালিয়ে
আসছে সোমালীয় এই জঙ্গিগোষ্ঠী। সোমালিয়ার
সরকারি সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা
হয়েছে, দেশটির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ফারহান কারোল আক্রান্ত গাড়িবহরে ছিলেন। তবে হামলায় তিনি
প্রাণে রক্ষা পেয়েছেন।
মোগাদিসুর
বানাদির চৌরাস্তায় বিস্ফোরণ স্থলের তিন চাকাবিশিষ্ট ট্যাক্সির
চালক হাসান সাঈদ আলী বলেছেন,
আমি বিস্ফোরণের স্থানে একজন নারীসহ আটজনের
মরদেহ দেখেছি।
শামীম/নির্জন