• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

‘নিজে নিজে জিতে আসিনি’, বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক মমতা

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪, ১০:৫১ পিএম

‘নিজে নিজে জিতে আসিনি’, বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক মমতা

আন্তর্জাতিক ডেস্ক

আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল কলকাতা। পশ্চিমবঙ্গের বিনোদন জগতের অনেক তারকা রাজপথে নেমেছেন। উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গও। আর এ প্রসঙ্গ উঠতেই বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার এ সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি নিজে নিজে জিতে আসিনি… নির্বাচন পরিচালনা করেছে নির্বাচন কমিশন। একটাও রাজ্যপুলিশ ছিল না, সবটাই ছিল সেন্ট্রাল পুলিশের নিয়ন্ত্রণে।

এদিন আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ। পুলিশ ভ্যান থেকে ফেসবুকে এক ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের কথা মনে করিয়ে দেন তিনি।

ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমরা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আন্দোলনে অংশ নিয়েছিলাম। আমাদের বলা হচ্ছে রাস্তা জ্যাম হচ্ছে। তাই আমাদের গ্রেফতার করেছে। বাংলাদেশের মতো ভয় পাচ্ছে মমতা, তাই আমাদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সবাই রাস্তায় নেমে আসুন।’

তারই জবাবে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘বিজেপি কী ভাবছে? বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটে গেছে…এত ছাত্র মারা গেছে, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না। আমি বলিও না, এটা দেশের ব্যাপার, দেশ দেখবে। কিন্তু আমরা শুধু ভদ্রতা করব। আপনারা ভাবেন, আমরা দুর্বল হয়ে গেছি, আসলে এটা ঠিক নয়। আপনারা দেশ সামলান।’

মমতা এ সময় কেন্দ্রকে তোপ দেগে বলেন, ‍‍`আশা করি বাংলাদেশের ঘটনার পর দেখেছেন, আমরা হিন্দু-মুসলিম সব সম্প্রদায়কে কীভাবে শান্তিপূর্ণ রেখেছি, কেউ কোনো ঘটনা ঘটায়নি। লজ্জা করে না, ৭ দিনের মধ্যে পাল্টি খেয়ে গেলেন?‍‍`

এভাবেই কলকাতা শহরের জনসভা থেকে গর্জে ওঠেন মমতা। বলেন, ‘আপনারা ধনঞ্জয় চ্যাটার্জিকে শাস্তি দিয়েছিলেন, কিন্তু সত্যিকারের অপরাধী কি শাস্তি পেয়েছিল? পায়নি।’

এ সময় বেশকিছু প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বলেন, ‍‍`ন্যাশনাল কমিশন কে পাঠিয়ে দিয়েছে? সব লোকজন বিজেপির। মেডিক্যাল অ্যাসোসিয়েশন কে? ওটাও দিল্লির, বিজেপির।‍‍`

এরপর মমতা আরজি কর কাণ্ডে রাতের হামলা নিয়ে কেন্দ্রকে টার্গেট করে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে, রাতে কি হয়েছে, আমাদের রিপোর্ট দাও, তোমার কাছে রিপোর্ট নেই? .. তোমার এখানে আইবি নেই? এসবি নেই?, সিবিআই, বিএসএফ, ইডি নেই?’

মঞ্চে তখন অভিনেত্রী সায়নী থেকে শতাব্দী, নয়না, শশী থেকে মহুয়া, সায়ন্তিকা, চন্দ্রিমা, অদিতি, দোলা, লাভলিরা উপস্থিত ছিলেন। তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। সেই মঞ্চ থেকেই একের পর এক জোরালো বার্তা দিলেন মমতা।

এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের কড়া শাস্তির দাবিতে মিছিলের ডাক দিয়েছিলেন। শুক্রবার দুপুরে মৌলালি থেকে ডোরিনা পর্যন্ত তিনি মিছিল করেন। মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা রাজ্য সরকার ফাঁসির অপরাধীর দাবি করছি’।

মমতা বলেন, ‘কামদুনির কেসে আমরা দুজনকে ফাঁসি দিয়েছিলাম। জেনে রাখুন, এবারেও আমরা ছাড়ব না, এবারে আমরা চাই ফাঁসি।’

মমতা এসময় উত্তরাখণ্ডে নার্সের ধর্ষণ প্রসঙ্গ থেকে মণিপুরে মহিলার নক্ক্যারজনক প্যারেডের প্রসঙ্গ তুলে ধরেন। এরপরই মমতা বলেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে, সিপিএমের ডিওয়াইএফআই-র ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে জাতীয় পতাকা…জাতীয় পতাকাকে অপব্যবহার করেছে, এটা ফৌজদারি অপরাধ।’

মমতা বলেন, আমাকে যা ইচ্ছে বলুন.. আমার গায়ে ফোসকা পড়বে না। আমি মার খেতে খেতে জীবন্ত লাশ হয়ে গেছি। তবুও আমি মানুষের জন্য কাজ করব‍‍`।

এরপর আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাড়ি গিয়ে কী কথা হয়েছে, তা নিয়ে বলেন মমতা। তিনি বলেন, ‍‍`সোমবার গিয়েছিলাম, ওঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি। বলেছিলাম, আমাকে চারদিন সময় দিন। রোববারের মধ্যে সব যদি তদন্ত করে শেষ করতে না পারি,… তাহলে আমিই সিবিআইকে মামলা দিয়ে দেব।‍‍` সূত্র: হিন্দুস্তান টাইমস

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ