প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ১০:১৩ পিএম
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি নিয়ন্ত্রণে এসেছে। বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন এতে স্বস্তি প্রকাশ করেছে।
নিয়মিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ স্বস্তি প্রকাশ করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
লিন জিয়ান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দুদেশের নেতার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় মতৈক্য হয়েছে, সেগুলো নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত তার দেশ।
দুদেশের মধ্যে পারস্পরিক কৌশলগত সম্পর্ক গভীর করা এবং দুদেশের মানুষকে আরও বেশি করে সুবিধা দেওয়ার ব্যাপারে কাজ করতে বেইজিং প্রস্তুত বলে জানানো হয়।