• ঢাকা মঙ্গলবার
    ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে

প্রকাশিত: জুন ২০, ২০২৪, ১২:০৯ এএম

৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিছু অংশে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার দেশটির স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর আরব নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউনের।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভস্থের ৯৮ কিলোমিটার গভীরে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তান এবং উজবেকিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়। গত ১৩ মার্চ পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুয়ানখাওয়ায়েত ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে ওই ভূমিকম্পতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভস্থের ১৩০ কিলোমিটার গভীরে।

আর্কাইভ