• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
ইরনার প্রতিবেদন

হামাসের সঙ্গে যুদ্ধে ইসরাইলের পরাজয় হয়েছে বললেন এহুদ বারাক

প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০৮:০৩ পিএম

হামাসের সঙ্গে যুদ্ধে ইসরাইলের পরাজয় হয়েছে বললেন এহুদ বারাক

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরাইলের পরাজয় হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। সেইসঙ্গে ‘হামাসের সঙ্গে চুক্তির মাধ্যমে ইসরাইলি বন্দিদের ফিরিয়ে আনা উচিত’ বলেও মনে করেন তিনি।

শনিবার কুদস প্রেসের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

কুদস প্রেসের মতে, এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন ইসরাইলিদের।

ইসরাইলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘১০ লাখ লোক জড়ো হয়ে বিক্ষোভ করা উচিত এবং ৫০ হাজার বিক্ষোভকারী নেসেটের সামনে জড়ো হয়ে মন্ত্রিসভাকে নিষ্ক্রিয় করে দেওয়া উচিত’।

আর এভাবেই বন্দিদের ফিরিয়ে আনা এবং ইসরাইলি মন্ত্রিসভা পরিবর্তনে একটি সমাধান খুঁজে বের করা উচিত বলে উল্লেখ করেন তিনি। 

এর আগে ইহুদিবাদী পত্রিকা হারেৎজ-কে এহুদ বারাক বলেছিলেন, ইসরাইলি সরকার তার ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার অযোগ্য মন্ত্রিসভা এই বিপর্যয়ের কারণ।

‘২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর পরাজয়ের মধ্য দিয়ে এই সংকট শুরু হয়েছিল এবং যুদ্ধ এখনও চলছে’, যোগ করেন এহুদ বারাক। 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ