• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কেজরিওয়ালের দল কংগ্রেসের জোট ছাড়ল

প্রকাশিত: জুন ৭, ২০২৪, ১১:৫১ এএম

কেজরিওয়ালের দল কংগ্রেসের জোট ছাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনে দিল্লিতে মোটেই ভাল ফল করতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও লাভ হয়নি। 

রাজধানীর সাতটি আসনই দখল করেছে বিজেপি। আপ-কংগ্রেস জোট সেখানে শূন্য। শুধু দিল্লিতেই নয়, সারা দেশে মাত্র তিনটি আসন পেয়েছে কেজরির দল। তিনটিই পাঞ্জাব থেকে।

আর এ কারণে দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আপ। বৃহস্পতিবার কেজরিওয়ালের বাড়িতে আপের বিধায়ক এবং শীর্ষ নেতারা একটি বৈঠক করেন। 

সেখানে থেকেই বেরিয়ে নেতারা বলেন, ‘ইনডিয়া’ জোট কেবল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। বিধানসভা নির্বাচনে রাজধানীতে পূর্ণ শক্তি নিয়েই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। 

বৈঠক শেষে মন্ত্রী গোপাল রাই ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের সঙ্গে কোনোরকম জোটে থাকতে চান না। একাই লড়তে চান। লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপি বিরোধী জোট ‘ইনডিয়া’ গড়ে তোলা হয়েছিল। অনেক দল ওই জোটের শরীক হিসাবে একসঙ্গে নির্বাচনে লড়েছে। আপও তার অন্যতম অংশ ছিল। কিন্তু আপাতত দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোনো জোটে নেই।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ