• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
আমি ভীষণ, ভীষণ খুশি

বিজয় দাবী করে ভাষণে যা বললেন নরেন্দ্র মোদী

প্রকাশিত: জুন ৪, ২০২৪, ১০:৩৬ পিএম

বিজয় দাবী করে ভাষণে যা বললেন নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সাধারণ নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ‍‍`র বিজয় দাবী করেছেন বিজেপি শীর্ষ নেতা ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানিয়েছেন, খুব শিগগিরই তারা টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে দেওয়া এক ভাষণে এসব কথা জানান মি. মোদী।

“আজকে আমি ভীষণ, ভীষণ খুশি,” বলেন মি. মোদী।

তিনি আরও বলেন, “আজকের এই বিজয় বিশ্বের সবচেয়ে বড় বিজয়।”

নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিজয়কে তিনি “ভারতীয়দের বিজয়” হিসাবে বর্ণনা করেছেন।

ভোট দিয়ে এনডিএ’র পাশে থাকার জন্য ভারতের জনগণকে ধন্যবাদ দিয়েছেন মি. মোদী।

এছাড়া সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার জন্য ভারতের নির্বাচন কমিশনকেও ধন্যবাদ দিয়েছেন তিনি।

“তারা খুবই দক্ষতার সাথে কাজটি করেছে”, বলেন মি. মোদী।

নতুন সরকার গঠনের পর পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি ভারতে দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী।

একই সঙ্গে, ভারতকে পুরোপুরি দারিদ্রমুক্ত করতে তার সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।

ভারতের জাতীয় নির্বাচনে বিজেপি অথবা কংগ্রেস- কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

কাজেই সরকার গঠন করতে হলে জোট সঙ্গীদের ওপর নির্ভর করতে হবে।

এক্ষেত্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গীদের নিয়েই সরকার গঠন করবেন বলে জানিয়েছেন জোটের শীর্ষ নেতা মি. মোদী।

তার জোট সরকার গঠন করলে জওহরলাল নেহেরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ