প্রকাশিত: জুন ৪, ২০২৪, ০৭:১০ পিএম
উত্তর কাশ্মীরের বারামুল্লা লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী শেখ আবদুল রশিদের কাছে পরাজিত হয়েছেন ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ও জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
ইঞ্জিনিয়ার রশিদ নাম পরিচিত ওই প্রার্থী কিন্তু জেলে আটক রয়েছেন। সেখান থেকেই তিনি নির্বাচনে লড়েছেন। ভারতের সন্ত্রাস দমন আইন বা ইউএপিএর অধীনে একটি অভিযোগে তিনি জেলে আটক রয়েছেন।
মি. আব্দুল্লাহ বলেছেন, তিনি বলেছেন, "আমি জানতাম এই লড়াইটা কঠিন হবে। আমি জনগণের রায় মেনে নিচ্ছি।" একইসঙ্গে তিনি যোগ করেছেন, "কার্গিল ও লেহ-র মানুষ বিজেপিকে হারিয়েছেন।"
জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন ওমর আব্দুল্লাহ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, `উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন। আমি বিশ্বাস করি না যে তার জয় জেল থেকে তার মুক্তি ত্বরান্বিত করবে বা উত্তর কাশ্মীরের জনগণ তাদের অধিকার অনুযায়ী প্রতিনিধিত্ব পাবেন।` `তবে ভোটাররা কথা বলেছেন এবং গণতন্ত্রে এটাই গুরুত্বপূর্ণ।`