• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
লোকসভা নির্বাচন

জয়ের পথে অমিত শাহ, সাত লাখের বেশি ভোটে এগিয়ে

প্রকাশিত: জুন ৪, ২০২৪, ০৬:২১ পিএম

জয়ের পথে অমিত শাহ,  সাত লাখের বেশি ভোটে এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

প্রভাবশালী বিজেপি নেতা ও মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগর থেকে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হতে চলেছেন বলেই মনে হচ্ছে।

এখন পর্যন্ত পাওয়া বুথ ফেরত ফলাফলে দেখা যাচ্ছে, মি. শাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল প্যাটেলের চেয়ে সাত লাখেও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে মি. শাহ এই আসন থেকে প্রায় পাঁচ লাখ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এবার সেই ব্যবধান দ্বিগুণ করাই বিজেপির লক্ষ্য বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গান্ধীনগরকে বিজেপি’র একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।

১৯৮৪ সাল থেকে এই আসনে টানা জয় পেয়ে আসছে দলটি।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ