প্রকাশিত: জুন ৪, ২০২৪, ০৩:৫১ পিএম
ভারতে এবারের নির্বাচনে একটি শব্দ অনেক শোনা গিয়েছে আর তা হলো `মঙ্গলসূত্র`। ভারতে হিন্দু সম্প্রদায়ের বিবাহিত নারীরা `মঙ্গলসূত্র` নামে এক ধরণের মালা পরিধান করেন।
এই অলঙ্কারটির নাম জায়গা করে নেয় নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভায়, যখন কংগ্রেসের ইশতেহারের উদ্ধৃতি দিয়ে নরেন্দ্র মোদী বলেন যে কংগ্রেস ক্ষমতায় এলে নারীদের মঙ্গলসূত্র রক্ষা করতে দেবে না।
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নাম নিয়ে মি. মোদী আরও বলেছিলেন, যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, তখন মনমোহন সিং বলেছিলেন যে দেশের সম্পত্তিতে প্রথম অধিকার মুসলমানদের।
তবে কংগ্রেস তার এমন দাবিগুলো সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বলেছে যে নরেন্দ্র মোদী হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি করছেন।