প্রকাশিত: জুন ৪, ২০২৪, ০৩:৪৮ পিএম
ভারতের লোকসভা ভোটে সুরাটের পর আরও একটি আসন এলো বিজেপির ঝুলিতে। রাজস্থানের জয়পুর থেকে বিজেপি প্রার্থী মঞ্জু শর্মাকে জয়ী বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই প্রবীণ বিজেপি প্রার্থী পেয়েছেন আট লাখ ৮৬ হাজার ৮৫০টি ভোট। তিনি কংগ্রেসের প্রতাপ সিং কাছারিয়াওয়াসকে তিন লাখ ৩১ হাজার ৭৬৭ ভোটে পরাজিত করেছেন।
মি. সিং পেয়েছেন পাঁচ লাখ ৫৫ হাজার ৮৩টি ভোট। ওই একই আসন থেকে ভোটে লড়েছিলেন বহুজন সমাজ পার্টির রাজেশ তনওয়ার। তিনি পেয়েছেন তিন হাজার ৪৬১টি ভোট।
এর আগে গুজরাটের সুরাটে বিজেপি প্রার্থী মুকেশ কুমার চন্দ্রকান্ত দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান। গত এপ্রিল মাসে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
সুরাটের ওই আসনে ভোটে লড়াইয়ের জন্য আবেদন জানানো কংগ্রেসের দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল স্বাক্ষর গরমিলের অভিযোগে। ওই একই আসন থেকে আরও আটজন প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।