• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
বুথফেরত সমীক্ষা

পশ্চিমবঙ্গে এবার বড় জয় পেতে চলেছে মোদির বিজেপি

প্রকাশিত: জুন ২, ২০২৪, ০৫:০৯ পিএম

পশ্চিমবঙ্গে এবার বড় জয় পেতে চলেছে মোদির বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এবার তৃণমূল নয়, বড় জয় পেতে চলেছে মোদির বিজেপি।সাত দফা ভোট শেষ হয়েছে শনিবার। ইতোমধ্যে বিভিন্ন সংস্থা তাদের সমীক্ষায় বলেছে, বুথফেরত সমীক্ষাকে একেবারেই গুরুত্ব দেননি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সমীক্ষাকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভাঁওতা বলছেন তিনি। বিরোধীদের মনোবল ভাঙতে বিজেপির এই চিত্রনাট্য বানিয়েছে বলে অভিযোগ তার।

আর বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, বুথফেরত সমীক্ষার চেয়ে ৩০টির বেশি আসনে জয় পাবে বিজেপি।

এবিপি আনন্দ ও সি-ভোটার তাদের সমীক্ষায় বলেছে, এবার বিজেপি ২৩ থেকে ২৭টি আসন পেতে পারে। তৃণমূল ১৩ থেকে ১৭টি এবং বাম-কংগ্রেস জোট ১ থেকে ৩টি আসন পেতে পারে।

ইন্ডিয়া টুডে ও এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় বলা হয়েছে, বিজেপি পেতে পারে ২৬ থেকে ৩১টি আসন। তৃণমূল ১১ থেকে ১৪টি এবং বাম-কংগ্রেস জোট পেতে পারে শূন্য থেকে ২টি আসন।

নিউজ টুডে’জ ও চাণক্য বলেছে, বিজেপি পেতে পারে ২৪টি, তৃণমূল ১৭টি এবং বাম-কংগ্রেস জোট পেতে পারে ১টি আসন।

নিউজ-১৮ তাদের সমীক্ষায় বিজেপিকে ২১ থেকে ২৪টি, তৃণমূলকে ১৮ থেকে ২১টি আসন দিয়েছে। বাম ও কংগ্রেস জোটকে কোনো আসন দেয়নি।

নিউজ নেশন এবং টিভি-৯, পোলস্ট্যাট ও পিপলস ইনসাইট তাদের সমীক্ষায় অবশ্য তৃণমূলকে এগিয়ে রেখেছে। নিউজ নেশন বলেছে, বিজেপি ১৯টি, তৃণমূল ২২টি এবং বাম-কংগ্রেস জোট ১টি আসন পেতে পারে। পোলস্ট্যাট ও পিপলস ইনসাইট বলেছে, তৃণমূল ২৪টি, বিজেপি ১৭টি এবং কংগ্রেস ১টি আসন পেতে পারে।

শেষ ধাপে যে কয়টি আসনে নির্বাচন হয়, তার সব কটিতেই ২০১৯ সালে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। বিজেপির অভিযোগ এসব আসনে ভোটকেন্দ্রগুলোয় বিশৃঙ্খলা করেছে তৃণমূল কংগ্রেস।

পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসন রয়েছে। ভারতে মোট সাত দফায় লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতি দফাতেই পশ্চিমবঙ্গে ভোট হয়েছে। ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২২টি আসন। বিজেপি পেয়েছিল ১৮টি আসন এবং কংগ্রেস পেয়েছিল ২টি আসন। আর বাম দল কোনো আসনে জেতেনি।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ