• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফিলিস্তিনিদের যুদ্ধবিরতি, মানবিক সহায়তা ও শান্তি প্রয়োজন: মালালা

প্রকাশিত: জুন ১, ২০২৪, ১১:৫০ এএম

ফিলিস্তিনিদের যুদ্ধবিরতি, মানবিক সহায়তা ও শান্তি প্রয়োজন: মালালা

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল দখলকৃত ভূখণ্ডে হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিদের জীবন কেড়ে নিচ্ছে। রাফাহ থেকে হৃদয় বিদারক ফুটেজ আসার পর পরিস্থিতি আরও উদ্বিগ্ন হয়ে ওঠেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই গাজায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

শুক্রবার ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা বলেন, এখন খুবই কঠিন সময়, বিশেষ করে গাজায় যা ঘটছে তার কারণে। এই সপ্তাহে আমরা রাফায় যা দেখলাম তা হৃদয় বিদারক। এই মুহূর্তগুলোর সাক্ষী হওয়া হৃদয়বিদারক ও আতঙ্কজনক। মানুষ এতটাই ক্ষুব্ধ এবং বিশ্বাস করতে পারছে না, আমাদের চোখের সামনে এমন ঘটনা ঘটতে পারে!

এই শিক্ষা আন্দোলনকর্মী বলেন, যখন তিনি চিন্তা করেন যে গাজার ফিলিস্তিনিরা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তখন তিনি কল্পনাও করতে পারবেন না কী নৃশংসতা এবং যন্ত্রণায় তারা রয়েছে।

তিনি বলেন, এই মুহূর্তে আমার কাছে মনে হয়, মানুষকে মানবিক করে তোলা খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি। 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ