প্রকাশিত: মে ৩১, ২০২৪, ০৮:৪০ এএম
গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধ হলে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত হামাস এক বিবৃতিতে এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। বৃহস্পতিবার (৩০ মে) টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে হামাস এই কথা জানিয়েছে।
সংগঠনটি জানিয়েছে, আমরা আজ যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি। আমরা বলেছি, যদি দখলদার বাহিনী গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে, তাহলে আমরা একটি ‘পূর্ণাঙ্গ চুক্তি’ করতে রাজি আছি। যার মধ্যে জিম্মি বিনিময় চুক্তিও থাকবে।
হামাস আরও জানায়, এর আগের আলোচনাগুলোতে আমরা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখেছি। যার ফলশ্রুতিতে কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের ৬ মে যুদ্ধবিরতির প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আমাদের এই ইতিবাচকতা প্রত্যাখ্যান করেছে ইসরাইল। এরপর গত ৭ মে দক্ষিণ গাজার রাফা শহরে তারা হামলা শুরু করে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইতালির প্রতি আহ্বান এরদোগানের
প্রসঙ্গত, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নিষেধাজ্ঞা সত্ত্বেও রাফা শহরে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। সম্প্রতি এক হামলায় একটি শরণার্থী শিবিরে ২৩ শিশু, নারী, বৃদ্ধসহ কমপক্ষে ৪৫ জন নিহত হয়। আহত হয় ২০০ জনের বেশি।
শরণার্থী শিবিরে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া বোমা ব্যবহার করেছিল ইসরাইল। মার্কিন গণমাধ্যম সিএনএনের বিশ্লেষণে এমনটা উঠে এসেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যম জানায়, ওই হামলার ঘটনায় অনেকেই জীবন্ত পুড়ে মারা যায়। বোমার আঘাতে শিশুদের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। দেখতে পাওয়া যায় মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর লাশও।