• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
গাজায় হামলার সাত মাস

যুদ্ধ চলতে পারে আরও সাত মাস, থামার কোনো লক্ষণ নেই

প্রকাশিত: মে ৩০, ২০২৪, ১২:৩৮ পিএম

যুদ্ধ চলতে পারে আরও সাত মাস, থামার কোনো লক্ষণ নেই

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের সর্বাত্মক হামলার সাত মাস পেরিয়ে গেছে। কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি দেশটির সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধ চলতে পারে আরও সাত মাস। অর্থাৎ চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চলতে পারে।

আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি প্রচারমাধ্যম ‘কান পাবলিক ব্রডকাস্টার’কে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি।

ইসরাইলি সম্প্রচারমাধ্যমে বুধবার জাচি হানেবির সাক্ষাৎকার প্রচারিত হয়। এত তিনি বলেন, ‘হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সামরিক ও শাসন করা সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে আমরা আরও সাত মাস লড়াই চালিয়ে যাওয়ার আশা করছি।’

জাচি হানেবি এমন এক সময় এ কথা বললেন, যখন প্রায় আট মাস ধরে চলা যুদ্ধের জেরে আন্তর্জাতিক মহলে ক্রমেই একা হয়ে পড়ছে ইসরাইল। এমনকি গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রসহ প্রধান মিত্ররা ইসরাইলের প্রতি ক্ষোভ জানাতে শুরু করেছে।

মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী রাফায় চলমান ইসরাইলি অভিযানের পক্ষে যুক্তি দেখিয়েছেন জাচি হানেবি। 

তিনি বলেন, ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সীমান্তসংলগ্ন এলাকাকে ‘চোরাচালানের রাজ্য’ হিসেবে গড়ে তোলা হয়েছে।

১৯৭৯ সালে মিশর ও ইসরাইলের মধ্যে একটি শান্তিচুক্তি সই হয়েছিল। ওই চুক্তির শর্ত অনুযায়ী, গাজা ও মিশরের মধ্যে সংকীর্ণ বাফার জোন গড়ে তোলা হয়। এর নাম ‘ফিলাডেপলিহ করিডর’। গত বুধবার টিভিতে এক বার্তায় ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানান।

এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মিশর। দেশটি বলছে, রাফায় ইসরাইলি বাহিনীর এমন কর্মকাণ্ড স্পষ্টতই ১৯৭৯ সালের শান্তিচুক্তির শর্ত লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ