• ঢাকা রবিবার
    ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
ইরানের পররাষ্ট্র নীতি

ফিলিস্তিনি জাতিকে সমর্থন নৈতিক ও আন্তর্জাতিক দায়িত্ব

প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০৬:৩৭ পিএম

ফিলিস্তিনি জাতিকে সমর্থন নৈতিক ও আন্তর্জাতিক দায়িত্ব

মুখপাত্র নাসের কানানি

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সমর্থন প্রদান করা ইরানের পররাষ্ট্র নীতির অন্যতম মৌলিক নীতি। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বা ভাইস-প্রেসিডেন্টের মৃত্যুর ফলে এ নীতির কোনো পরিবর্তন হবে না।

তেহরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ানের স্মরণ অনুষ্ঠানে ৬০টিরও বেশি উচ্চপদস্থ বিদেশি প্রতিনিধির উপস্থিতিতে নাসের কানানি আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানের অসামান্য অবস্থানের চিত্র তুলে ধরেছে। 

গত ১৯ মে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ ছয়জন নিহত হন।

মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই ফিলিস্তিনের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনকে ব্যাহত করবে না।

ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতির প্রতিরোধকে সমর্থন করা ইসলামি বিপ্লবের নীতির উপর ভিত্তি করে উল্লেখ করে কানানি বলেন, ইরান ফিলিস্তিন, তার প্রতিরোধ স্রোত এবং তার জনগণের অধিকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

তিনি বলেন, ফিলিস্তিনি জাতিকে সমর্থন করা নৈতিক ও আন্তর্জাতিক দায়িত্ব।

আর্কাইভ