• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার

প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৯:০১ পিএম

দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার

দুর্ঘটনার আগে তোলা ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার আছড়ে পড়েছে। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে এ ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলে এখন অভিযান চালানো হবে। পরবর্তীতে এ ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সরকারি টিভি চ্যানেল।

দুর্ঘটনার পর তোলা ছবি

সংবাদমাধ্যম এপি জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসির সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছায় উদ্ধারকর্মীরা। তবে তীব্র ‍বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

দুর্ঘটনার পর তোলা ছবি

ইব্রাহিম রাইসিক একটি বাঁধ উদ্বোধনের জন্য আজারবাইজান গিয়েছিলেন। এসময় বহরে আরও ৩টি হেলিকপ্টার ছিল বলে সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। 

আর্কাইভ