• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
কলম্বিয়ার প্রেসিডেন্ট

নেতানিয়াহু ইতিহাসের পাতায় একজন গণহত্যাকারী হিসেবে স্থান পাবেন

প্রকাশিত: মে ১২, ২০২৪, ০৮:৩২ পিএম

নেতানিয়াহু ইতিহাসের পাতায় একজন গণহত্যাকারী হিসেবে স্থান পাবেন

আন্তর্জাতিক ডেস্ক

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেন, নেতানিয়াহু- ইতিহাসের পাতায় আপনি একজন গণহত্যাকারী হিসেবে স্থান পাবেন। হাজারো নিরীহ শিশু, নারী ও বয়স্ক মানুষের ওপর বোমাবর্ষণ করে আপনি বীর হতে পারবেন না।

গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকেই এ যুদ্ধ নিয়ে একে অপরের প্রতি অপমানসূচক বক্তব্য রাখছেন লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সবশেষ বক্তব্যে পেত্রো নেতানিয়াহুকে ‘গণহত্যাকারী’ বলে অভিহিত করেন।

তিনি নেতানিয়াহুকে ইউরোপে লাখো ইহুদিদের হত্যার জন্য দায়ী উগ্র জাতীয়তাবাদী নাৎসিদের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের ধর্ম যাই হোক, গণহত্যা, গণহত্যাই।

কলম্বিয়ার জনপ্রিয় প্রেসিডেন্ট পেত্রো এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রীকে গাজায় ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে গ্রেফতারের আহ্বান জানান। এর জবাবে নেতানিয়াহু পেত্রোকে ‍‍`হামাস সমর্থক ও ইহুদী বিদ্বেষী‍‍` হিসেবে অভিহিত করেন।

গত ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে এক হাজার ১৬০ জন নিহত হন। হামাসের হাতে জিম্মি হন ২৫০ জন।

এ হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমানহামলা শুরু করে ইসরাইল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। এই আগ্রাসনে গত ৭ মাসে অন্তত ৩৪ হাজার ৯৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও ৭৮ হাজার ৬৪১ জন। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ